মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূঞাপুরে যুবলীগ নেতা গ্রেফতার

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ডেভিল হান্ট অভিযানে ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়া নামে যুবলীগ নেতাকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ । পৌরএলাকার ফসলান্দি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। ইকো মিয়া উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শুশুয়া গ্রামের মৃত আ. মান্নানের ছেলে। জানা যায় সোমবার বেলা ১১ টার দিকে পৌর এলাকার ফসলান্দি নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তাকে।ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়ার নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়