মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বসতঘরের ট্রাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

সংবাদের আলো ডেস্ক: গোপালগঞ্জে নিখোঁজের দুদিন পর বসতঘরের ট্রাংকে লুকিয়ে রাখা মুহিন মোল্যা (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া আমিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভাড়াটিয়া আমিনের ঘর থেকে বস্তাবন্দি করে ট্রাঙ্কে লুকিয়ে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্র মুহিন মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে এবং রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গত শনিবার ২২ ফেব্রুয়ারি সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। এরপর থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার আমরা জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিনসহ ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করি। পরে আটকৃতদের দেয়া তথ্যে ভিত্তিতে সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেঁধে ট্রাঙ্কে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়।এ সময় শাহানারা বেগম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই স্কুলছাত্রটিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন কি কারণে হত্যা করা হয়েছে তা এখনই বলা মুশকিল। অনুসন্ধান চলছে, দ্রুতই হত্যার রহস্য উৎঘাটন হবে। ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়