সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে সাবেক ইউপি সদস্য শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

 রাজেশ গৌড় দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণ বিক্ষোভ  হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকায় এলাকাবাসীর আয়োজন এ মানববন্ধন ও গণ বিক্ষোভ হয়৷ ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে রাখেন  কামরুন্নার সুজনা আক্তার,শেলিনা আক্তার,হামিদা খাতুন, মোমেনা আক্তার, দুলাল মিয়া,নূরুজ্জামান,আল আমিন, মো:সাইদুল ইসলাম, আওলাদ হোসেন, জয়নাল আবেদীন,ফরিদ,শাহীন মিয়া,আব্দুল ছালাম। বক্তারা স্থানীয়রা  বলেন ,  গত বুধবার শাহজাহান কে জড়িয় একটি মিথ্যা মামলা করা হয়েছে।  প্রকৃতপক্ষে শাহজাহান এ ঘটনার সাথে কেনোভাবেই জড়িত না৷সে সব সময় অসহায়দের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে আসছে। আমরা তার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটি হয়েছে সেটি প্রত্যাহারের দাবি জানাই মানববন্ধন শেষে একটি গণ বিক্ষোভ  মিছিল পৌশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উল্লেখ্য – গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কাজে বাধা প্রদান এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে   মো. শাহজাহান সহ ৭ জনের নাম উল্লেখ করে উপজেলা প্রশাসন কৃর্তক  মামলা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়