সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবদম্পতির ওপরে ছিনতাইকারীর হামলা, স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট

সংবাদের আলো ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এক নবদম্পতি ছিনতাইয়ের কবলে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীরা স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গয়না লুট করে নিয়েগেছে।নবদম্পতির চিৎকারে লোকজন ছুটে আসলে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বাজাজ মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত সাগর কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুন গ্রামের মজিবারের ছেলে। এ বিষয় স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সাগর। হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে পৌছালে একদল ছিনতাইকারীর কবলে পড়েন তারা। পরে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার স্ত্রীর কাছে থাকা গহনা ছিনিয়ে নেয়।ধস্তাধস্তির সময় চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেলটি উদ্ধার করে। আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগরের বাম হাতের ঘাড়ের নিচেই ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে ছয়টা সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ধারাল অস্ত্রের আঘাতে সাগর আহত হয়। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সুত্র ধরে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়