মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এনায়েতপুরে ৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালী) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে হাজী আব্দুল কুদ্দুছ জুনিয়র হাই স্কুলের ৩৫জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার দুপুরে (২২ ফ্রেবুয়ারি) স্কুল চত্বরে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল কদ্দুছ সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাছান আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম রেজা। এসময় ধুলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেন, এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মাসুদ রানা,সেক্রেটারী ডা. মোফাজ্জল হোসেন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সহসভাপতি আব্দুল খালেক সেখ, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, এনায়েতপুর প্রেসক্লাবের সহসভাপতি মুক্তার হাসান, সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সমাজ সেবক মোকদম, ইসমাইল ও সমুন ভুইয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী  শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ সেলিম রেজা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়