সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে – কন্ঠশিল্পী বেবী নাজনীন

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও জননন্দিত কন্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, জুলাই-আগস্টের ছাত্রজনতা আন্দোলনে তারা আমাদেরকে দেশে ঢোকার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনেক বদলেছে, রাজনীতিও বদলেছে এবং সমানে আরো বদলাবে। একদিনে সব ঠিক হয়ে যায় না।আমরা মনে করি বিএনপি একটি শক্তিশালী ও বড় দল। এই দলের সঙ্গে সবাই আছে। বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। আগামি রাজনীতি ও স্ট্র্যাটেজি সবকিছু বলেন, দলে নীতি নির্ধারক যারা আছেন তারা সবাই মিলে তারেক রহমান ফিরলে ইনশাআল্লাহ দল সংগঠিত আরো হবে এবং ভোটের রাজনীতিও প্রতিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভাউরতলা গ্রামের মীর বাড়িতে পারিবারিক কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

ফ্যাসিস্ট সরকারে আমলে ১৭ বছর নির্বাসিত প্রবাসি জীবন কাটিয়ে গত তিনদিন আগে দেশে ফেরেন মীর বাড়ির বীরমুক্তিযোদ্ধা মীর মালেকের ছেলে ও সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মীর মিজানুর রহমান। এরপর আজ মায়ের কবর জিয়ারত করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জননন্দিত কন্ঠশিল্পী বেবী নাজনীন, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ও এশিয়া প্যাসেফিক অঞ্চলের বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো: বাদরুল রহমান খানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী।

সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মীর মিজানুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছরে প্রয়াত মা, দাদীসহ পরিবারে ১৪ জন মৃতুবরণ করেছেন। তাদের মৃত্যুর সময় পাশে থাকতে পারেনি। তাদের মৃত্যু পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা , কুলকানি সেগুলোতে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে।দোয়া মাহফিল উপলক্ষে নিজ গ্রামের ৫ হাজার মানুষকে মধ্যাহ্নভোজ করিয়েছেন মীর মিজানুর।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়