সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেলকুচিতে জয় বাংলা শ্লোগান দেয়ায় আ’লীগ সমর্থক আটক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে ১৪ ফেব্রুয়ারি রাতে পিকনিকের পর জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে লিমন সরকার (২০) নামের এক আওয়ামীলীগ সমর্থককে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নাড়ামুড়ি উত্তরপাড়া গ্রামের মাইদুর ইসলামের ছেলে। জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১ টায় দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিকের আয়োজন শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল করে লিমন সরকার।উক্ত ঘটনার জেরে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যারদিকে স্থানীয় ডন মাষ্টারের বাড়ির সামনে ব্রিজে লিমন সরকার অবস্থান করলে দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে তার উপর হামলা করে মারধর করা হয়। পরে তার আত্মীয় স্বজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ তাকে হাসপাতালে আটক করে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘জয় বাংলা স্লোগান দেওয়ায় আওয়ামী লীগ সমর্থক লিমন সরকারকে কয়েকজন ছাত্রদলের নেতা থানায় সোপর্দ করেছেন। রাজনৈতিক মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়