বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লপাড়ায় সড়ক দূর্ঘটনায় ২ জন আহত ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাবনা-নগরবাড়ি মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গন্তব্যে যাচ্ছে দূর্পাল্লার বাস,ট্রাকসহ বিভিন্ন যানবাহন। দৃষ্টিসীমা কমে যাওয়ায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) ভোর থেকেই সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ধীরগতিতে যানবাহন চলায় সময়মত গন্তব্যে পৌঁছাতে পারছে না। উল্লাপাড়া থেকে পাবনাগামী বাস গুলো সময়মত পৌছাতে পারছে না,এতে যাত্রীদের বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। সকাল ৮ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের চালা পাবনাগামী একটি ভুট্টাবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে যায় এতে ট্রাকে ড্রাইভার মহসিন আলী (৩৫) এবং তার সহযোগিতা আবু তাহের (২৮) নামে দুজন আহত হয়।আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে। সড়ক দূর্ঘটনা এড়াতে ধীরগতিতে যানবাহন চলাচল করছে এই মহাসড়কে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে ওসি আব্দুর রউফ বলেন ঘন কুয়াশার কারণে উত্তরবঙ্গগামী যানবাহন ধীরগতিতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে সকালে বগুড়া নগরবাড়ী মহাসড়কের চালা একটি ট্রাক খাদে যাওয়ার খবর পাওয়া গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়