রাজবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত


সংবাদের আলো ডেস্ক: রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার লাঙ্গলবাধ আঞ্চলিক সড়কের রুপিয়াট মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নিলয় (২৪), শুভ (১৮)। এদের মধ্যে শুভ উপজেলার সরিষা ইউনিয়নের মো. শরিফুল ইসলামের ছেলে ও নিলয় মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া খান্দুয়া গ্রামের মিলনের ছেলে। এ ঘটনায় রিফাত (১৭) নামে অপর একজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে শুভসহ তিনজন একটি মোটরসাইকেলে করে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রুপিয়াট মাদরাসার সামনে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়।এতে রাস্তার সীমানা প্রাচীরের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শুভ ও নিলয় মারা যান। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম খান বলেন, শুভ ও নিলয়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।