বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে নাশকতা মামলায় ২ জন গ্রেফতার

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলায় ২ জনকে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক ও পৌরসভার ৩ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাহাদীপুর গ্রামের ফরমান আলী তালুকদারের ছেলে রফিকুল ইসলাম তালুকদার এবং একই গ্রামের পৌর সভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ’র ছেলে বেলাল হোসেনকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ।পরে টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদেরকে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, তারা টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি। আসামিদের টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়