মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন বিজ্ঞাপনে চিত্রনায়ক ইমন, সঙ্গী তার স্ত্রী আয়েশা

সংবাদের আলো ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়ক মামনুন ইমন। দীর্ঘদিনের ক্যারিয়ারে কাজ করেছেন সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে। তারই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনে কাজ করলেন এই অভিনেতা। তবে এবার তার সঙ্গী হয়েছেন তার স্ত্রী আয়েশা ইসলাম আশা। এর মধ্যদিয়ে অভিনয়ের খাতায় নাম লিখালেন আয়েশা। ইমন বলেন, ‘এটি আমার জন্য অনন্য এবং স্মরণীয় একটি অভিজ্ঞতা ছিল। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি। এটি প্রথমবার, তবে শেষবার কি না জানি না। স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্প বেছে নিয়েছেন তিনি। এটি দর্শকেরও ভালো লাগবে- এমনটাই তার প্রত্যাশা।’ মডেল হওয়া আয়েশা প্রসঙ্গে বলেন, ‘ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম।এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।’ খুব শিগরিই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানিয়েছেন চিত্রনায়ক ইমন। বলা দরকার, ২০০৮ সালে ভালোবেসে গোপনে আয়েশাকে বিয়ে করেন ইমন। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে ৭ বছর পর। আর ইমনও শোবিজের বিভিন্ন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ত্রীকে খুব একটা সামনে আনেন না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়