সিরাজগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী র্যাবের জালে আটক
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/29459304-b01c-4d76-8860-ee10979d888d.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ৮১ কেজি গাজাসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয় । বৃহস্পতিবার( ৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৯ নম্বর ব্রিজেরে পাশেই বন্ধন ক্যাফ এন্ড রেস্টুরেন্ট সামনে র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিকদল মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি পাইভেট কার তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ৮১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়।এছাড়াও তার সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ১টি প্রাইভেট কার এবং নগদ ১ হাজার ৬’শ ৮০ টাকা জব্দ করা হয়।আটককৃত জুয়েল বেপারী (৩২) ভোলা জেলার চর ফ্যাশন গ্রামের সিরাজ বেপারীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আমার নিজস্ব প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। আটকৃত মাদক কারবারীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।