নারায়ণগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ নিহত তিন
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/c8d663a5facbcce88913ad3139f04b65-67a60b544bb3e.webp)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর ঢালে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫), তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) ও রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে অটোরিকশার চালক আনিসুর রহমান (২৩)।কাকলী কাঁচপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং কাঁচপুরের সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।