শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে ৪০ লাখ টাকা সমমূল্যের ১৯৫ বস্তা ভারতীয় জিরা জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা নাকুগাঁও এলাকা থেকে চোরাই পথে আনা ১৯৫ বস্তায় প্রায় ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে নাকুগাঁও মাঠে ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব জিরা জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। বিজিবি সূত্র জানায়, নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা।এসময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা নাকুগাঁও মাঠে ১৯৫ বস্তায় ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিরার বস্তাগুলো জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসে। এবিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানভীর হাসান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়