পঞ্চগড়ে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে শতাধিক ছাত্রের মাঝে কোরআন শরীফ বিতরণ
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/0a5cc10d-f8d2-43f4-90b0-cf70606aee14.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজের শতাধিক ছাত্রের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের মসজিদ পাড়া এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের হাতে অর্থসহ কোরআন শরীফ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন।এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার সভাপতি জুলফিকার আলী, সেক্রেটার রাসেদ ইসলাম, অফিস সম্পাদক মুহিবুল্লাহ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফ অর্থসহ এর মর্ম বুঝে পড়তে হবে। নিজেদের জীবনকে আলোকিত করতে হলে কোরআনে বর্ণিত আল্লাহর নিষেধ আদেশ মেনে চলতে হবে। ইসলামের আলোয় নিজেদের আলোকিত করতে হবে। রাসুলের দেখানো পথে আমাদের চলতে হবে। তবে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।