শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত: ইন্সট্রাকটরকে পেটালেন অভিভাবকরা

সংবাদের আলো ডেস্ক: পাবনার ভাঙ্গুড়ায় কয়েকজন স্কুল ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগে নাজমুল হুদা নামে এক ইন্সট্রাকটরকে বেধড়ক পিটিয়েছেন অভিভাবকরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। একইস্থানে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টার। অভিযুক্ত ইন্সট্রাক্টর নাজমুল হুদা ২০২২ সালের জুন মাসে এখানে যোগদান করেন। তবে তিনি কিছুদিন আগে বদলি হয়েছেন বলে জানা গেছে। কিন্তু এখনো বদলি কর্মস্থলে যোগ দেননি। অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ভাঙ্গুড়া মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রী চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্র্যাকটিস করছিলো।এ সময় ইন্সট্রাকটর নাজমুল হুদা চিত্রাঙ্কন শেখানোর অজুহাতে পঞ্চম শ্রেণীর ৩/৪ ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে ছাত্রীরা প্রথমে বিষয়টি তাদের শিক্ষিকাকে জানান। তাৎক্ষণিক শিক্ষিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনকে অবগত করেন। তখন প্রধান শিক্ষক অভিযুক্ত ইন্সট্রাকটরকে ডেকে জানতে চাইলে তিনি বিষয়টির জন্য ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে ক্ষমা না করে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। পরে অভিভাবকরা বিদ্যালয় চত্বরে উপস্থিত হয়ে অভিযুক্ত ইন্সট্রাকটর নাজমুল হুদাকে বেরধড়ক মারধর করেন।এ বিষয়ে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, ঘটনায় নাজমুল হুদা তার ভুল স্বীকার করেন। কিন্তু অভিভাবকরা না মেনে তাকে মারধর করেছেন। তবে ঘটনার বিষয়ে জানতে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অভিযুক্ত নাজমুল হুদার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়