সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ছাত্রজনতা
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/Screenshot_2025-02-07-12-40-03-07_6012fa4d4ddec268fc5c7112cbb265e7.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে পাঁচটায় শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাড়িটি প্রায় আধাঘন্টা ধরে ভাঙচুর করা হয। একই সঙ্গে বারোটির ভেতরে অগ্নিসংযোগ করে বিক্ষিপ্ত ছাত্র জনতা। এ সময় গান বাজিয়ে অনেকে উল্লাস করতে দেখা যায়।
এর আগে বিকাল ৪ টায় শহরে সারাটি মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙতে বুলডোজারের অপেক্ষায় থাকেন হাজারো মানুষ। এক ঘন্টা ধরে ভাঙ্গা হয়, দলীয় কার্যালয় ও পার্শ্ববর্তী সদর আসনে সাবেক এমপি ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জনের বাসভবন। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গণশৌচাগার লেখা একটি ব্যানার টাঙ্গিয়ে দেয় বিক্ষিপ্ত ছাত্রজনতা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।