শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাগরপুরে ইট ভাটার মালিককে জরিমানা

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ইট ভাটার মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার তিরসা এলাকার মেসার্স এম কে টি বিক্সসের মালিক কাদের খলিফাকে এ অর্থদন্ড করা হয়। সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এ আদালত পরিচালনা করেন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে মেসার্স এম কে টি বিক্সসের ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ওই বাটার মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়