‘দেশে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, এ সিদ্ধান্ত একমাত্র জনগণের’
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/news_1738821137478-67a4570aeca9a.webp)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, সেই সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের বলে মন্তব্য করেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে- এমন প্রশ্নও রেখেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এসব কথা বলেন। পোস্টে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কি না-এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের। তবে আমার প্রশ্ন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে?’তিনি আরও লিখেছেন, ‘যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হওয়ার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে? শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়?’ এ বক্তব্য রাষ্ট্রদূত হিসেবে সরকারের পক্ষ থেকে নয় বলেও পোস্টে উল্লেখ করেছেন মুশফিকুল ফজল আনসারী। তিনি লিখেছেন, ‘এ মতামত একান্তই আমার ব্যক্তিগত।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।