বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গলাচিপায় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: বর্তমান সরকারের কর্মসূচির আলোকে, সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল (বুধবার) উপজেলা সদরে, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। এ লক্ষ্যে গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস, গলাচিপা কালিকাপুর  নুরিয়া সিনিয়র মাদরাসাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার, পরিবেশ সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে, ছাত্রজনতা ও রাজনৈতিক কর্মীসহ শিক্ষকবৃন্দ, স্কাউট সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ ফোরকান কবিরসহ গলাচিপা জামায়াতের আমির ড: জাকির হোসেন, বিএনপির একাংশের নেতা মো: রফিকুল ইসলাম খান, আঃ সোবাহান ও নেছার রাড়ী প্রমূখ। এছাড়াও প্রেসক্লাব সভাপতি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।এ অভিযানে উপজেলা সদরের বিভিন্নস্থানে দলবদ্ধ হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ জনসাধারণকে ময়লা আবর্জনা যত্রতত্র স্থানে না ফেলার জন্য সচেতনতা মূলক ব্যক্তব্যে প্রচার করেন। এই ধরনের ভালো কাজে, পরিবেশবাদী ও স্থানীয় সুধীজন প্রশাসনকে সাদুবাদ জানান। তারুণ্যের উৎসবের প্রতিপাদ্য – ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি’ পরে উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা পৌরসভায় নতুন ভোটার তালিকার শুভ উদ্বোধন করেন। এ সময়ে উপজেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়