রাত ৮ টার পরে শিক্ষার্থীরা রাস্তায় থাকলেই গ্রেফতার করা হবে – ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/565259f3-72a5-457b-bf43-464d0b604c16.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: রাত ৮টার পরে শিক্ষার্থীরা রাস্তায় থাকলেই গ্রেপ্তার করা হবে। কোন তদবিরে ছাড়া হবে না। সকলকে নিয়ে এলাকায় মাদক ও ইভটিজিং বন্ধ করতে হবে। পুলিশ আজ থেকেই মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। সকল শিক্ষার্থীর পিতা-মাতাকে সন্তানের দিকে নজর রাখতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ। তারাই মাদকমুক্ত দেশ গড়তে অগ্রণি ভূমিকা রাখবেন। বৃহস্পতিবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি’র সভাপতিত্বে আগৈলঝাড়ায় আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বরিশাল বিভাগীয় রেঞ্জ ডিআইজি মো.মঞ্জুর মোর্শেদ আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, বরিশাল পুলিশ সুপার মো.শরীফ উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না,
সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন শিকদার, উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি রাসেল সরদার মেহেদী, উপজেলা বিএনপি যুগ্ন-আহবায়ক আবুল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম সরদার, প্রধান শিক্ষক লিপি বাড়ৈ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মাহাবুব ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম। আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইমাম,শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় সুধীজন প্রমুখ।![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/Juwel-Oxfarod-School-1.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/f379ccdc-6f19-4bd2-876d-e9da03f2d2a8-1.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/Juwel-Oxfarod-School-1.jpg)
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।