বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় জেন্ডার সমতা প্রতিষ্ঠায় বৈচিত্র সেমিনার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জেন্ডার সমতা প্রতিষ্ঠায় বৈচিত্র, সহনশীলতা ও গণতান্ত্রিক মুল্যবোধ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর আয়োজনে অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মার্জিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিএনপিএস নেত্রকোনা কেন্দ্ৰে ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় ভার্চুয়াল মাধ্যমে সূচনা বক্তব্য রাখেন বিএনপিএসের পরিচালক শাহজাহান সুমী।এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রাফিকুজ্জামান। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও প্রাবন্ধিক এবং প্রভাষক পূরবী সম্মানিত, অধ্যাপক আনোয়ার হাসান, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন জলীসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়