সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্পের তেল বিক্রি বন্ধ
মো: নাহিদ হাসান নয়ন: কোনো রকম নোটিস ছাড়াই সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজেদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাপেওএ, রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান রতন এবং বাপেওএ, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল। জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুব্ধ। আমরা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এ দিকে সরজমিনে গিয়ে দেখা যায় সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের পেট্রোল পাম্পে বন্ধ দেখা যায়। এদিকে কোন প্রকার নোটিস ছাড়াই পেট্রোল পাম্প বন্ধ থাকায় বিপাকে করেছেন বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ মানুষ। সেখানে তেল তুলতে আশা বেশ কিছু মোটরসাইকেল চালকের সাথে কথা বলে জানা যায়, কোন প্রকার নোটিশ ছাড়া পাম্প বন্ধ থাকায় তাদের বিভিন্ন কাজের ও সেবায় বিপাকে পড়ছে হচ্ছে তারা এর দ্রুততম সমাধান চায় এবং খুব তাড়াতাড়ি পাম্প মালিকদের দাবি মেনে পাম্প খুলে দেওয়ার জন্য অনুরোধ করে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।