বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চ্যাম্পিয়নস ট্রফিতে কামিন্সের খেলা নিয়ে সংশয়, নতুন নেতৃত্ব খুঁজছে অস্ট্রেলিয়া

সংবাদের আলো ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে এলো বড় ধাক্কা। ইনজুরির কারণে অধিনায়ক প্যাট কামিন্সের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে নতুন অধিনায়ক খুঁজছে অজিরা। আর এমনটি হলে স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেড নেতৃত্ব দেবেন টিম অস্ট্রেলিয়াকে। দীর্ঘদিন ধরেই গোড়ালির চোট ভোগাচ্ছিল কামিন্সকে। বোর্ডার-গাভাস্কার সিরিজে বাড়তি বোলিং চাপ নেয়ার পর গুরুতর হয় তার সেই গোড়ালির চোট। আর তাতেই অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ককে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হবে অজিদের।\সেই চোটের কারণে তার আসন্ন টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কা ছিল আগেই। তার পরও তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হলে শেষ পর্যন্ত কোচ ম্যাকডোনাল্ড জানান, খেলা হচ্ছে না কামিন্সের। সেক্ষেত্রে স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডকে দেখা যেতে পারে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে। চোটের কারণে অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড থেকে আগেই ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। স্কোয়াডে থাকা পেসার জশ হেজলউডের সেরে ওঠা নিয়েও আছে শঙ্কা। কারণ তিনিও এখনো চোটের সাথে লড়াই করছেন।

সংবাদমাধ্যম এসইএনকে অজি কোচ ম্যাকডোনাল্ড বলেন, প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনও শুরু করেনি। ওর খেলার সম্ভাবনা কম। তার মানে আমাদের একজন অধিনায়ক লাগবে। স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। প্যাটকে ছাড়া আমরা আমাদের দলটাও তৈরি করছি। লিডারশিপের জন্য তাদের কথাই বিবেচনা করছি। ম্যাকডোনাল্ড আরও বলেন, প্যাটির খেলার সম্ভাবনা খুবই কম, যেটা আমাদের জন্য কিছুটা ক্ষতির। হ্যাজলউডও ফিট হওয়ার জন্য লড়াই করছে। আগামী দুই দিনের মধ্যে মে

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়