বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৩৮) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক জালাল মিয়া নামের অপরজন গুরুতর আহত হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে বিরিশিরি – শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে৷

নিহত মজনু মিয়া উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। নিহত মজনু ওই ইউনিয়নের মুন্সিপাড়া আমিন মার্কেটে মুদির দোকানী ও আহত জালাল মিয়া একই মার্কেটে মিষ্টির দোকানী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে ঝানজাইল থেকে দুর্গাপুর শহরের দিকে আসছিলেন দুইজন মজনু মিয়া ও জালাল মিয়া। পথে গোদারিয়া চৌরাস্তা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় পাশে ছিটকে পড়েন। এ-সময় স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মজনু মিয়ার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল মিয়া। তিনি বলেন, জালাল মিয়া মোটরসাইকেল চালাচ্ছিল আর মজুন মিয়া পিছনে বসা ছিল। রাস্তায় দূর্ঘটনা ঘটে পরে ময়মনসিংহের হাসপাতালে মজনু মারা গেছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, দূর্ঘটনার বিষয়টি জানা নেই। আমাদের কাছে মেসেজ আসলে জানাবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়