চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাত
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দরা সংগঠনের একটি বর্ষ পঞ্জিকা তুলে দেন জেলা প্রশাসককে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা নির্বাহি অফিসার কার্য্যালয়ে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভুমি) অংছিং মারমা, রাউজান প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, বর্তমান সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সিনিয়র সদস্য আরফাত হোসাইন প্রমুখ। এসময় বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।