মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত, কমেছে চাঁদাবাজী, নেই মারামারি। কিশোর গ্যাংয়ের মদদদাতা উপজেলা পরিষদের সাবেক একজন ভাইস চেয়ারম্যান আত্মগোপনে থাকায় তার মদদপুষ্ট কিশোররা অনেকেই এখন সুবোধ বালক।

গত ৫ সেপ্টেম্বর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামীলীগের নেতারা পলাতক রয়েছে। কর্মীরা কেউ কেউ বিএনপির সাথে মিশে যাচ্ছে। কেউ কেউ নিশ্চুপ রয়েছেন। চাঁদাবাজি কমেছে কিন্তু ব্যক্তি এবং ধরণ পাল্টেছে। উপজেলা পরিষদের সাবেক একজন ভাইস চেয়ারম্যান কিশোর গ্যাং সৃষ্টির মাধ্যমে ভূঞাপুরে একচ্ছত্র আধিপত্য কায়েম করে টেন্ডারবাজি, ইভটিজিং, চুরি, চাঁদাবাজি, ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা ছিনতাই, মহিলাদের ব্যাগ ছিনতাই, মারামারি, ভয় ভীতি প্রদর্শনসহ নানা অপকর্ম করে আসছিলো। ফলে ভূঞাপুরে সাধারণ মানুষ অত্যাচারে অতিষ্ট হয়ে ‘কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি’ গঠন করতে বাধ্য হয়েছিলো।

ভূঞাপুর বাজার বণিক সমিতির সেক্রেটারি গোলাম কিবরিয়া মুকুলকে আহবায়ক করে ‘কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি’ গঠিত হয় এবং তারই নেতৃত্বে ১২ সেপ্টেম্বর বিশালাকৃতির মানববন্ধন হয় এবং কিশোর গ্যাং বন্ধে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধনে ইবরাহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর ফাজিল মাদরাসা, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন কিন্ডারগার্টেনের সহস্রাধিক শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং ব্যবসায়ী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রেখেছিলেন, অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, কিন্ডার এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, প্রধান শিক্ষক মহিউদ্দিন, ওয়াহেদুজ্জামান পলাশ, বাজার বণিক সমিতির সাবেক সম্পাদক আব্দুল করিম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, আলতাব হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাছান সারোয়ার লাভলু, হারুন অর রশিদ, সাংবাদিক আসাদ খান, আবুল বাশার প্রমুখ। কিশোর গ্যাংয়ের মদদদাতা বহু অপকর্মের হোতা আত্মগোপনে থাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত কমলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়