কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুর বারোটায় চালিতাডাঙ্গা বাজারে ২ নং চালিতাডাঙ্গা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দোয়া মাহফিল শেষে এলাকার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা।
সেলিম রেজা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই শীতে শীর্তাত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিএনপির শীতবস্ত্র বিতরণ কর্মসুচীতেও পুলিশ ও ছাত্রলীগ দিয়ে বাঁধা দিয়েছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আবার বাংলাদেশের উন্নয়নের কাজ করতে পাবে।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।