নেত্রকোনায় সড়কের পাশ থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় ইমরান ফারাস (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম মদনপুর এলাকার ইটাখলা সঞ্জু মিয়ার ফিশারির কাছ থেকে লাশটি উদ্ধার করে নেত্রকোনা মডেল থানার পুলিশ। নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, স্থানীয় পথচারী সকাল বেলা রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। সেখানে পুলিশ গিয়ে দেখে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্থ হয়ে অপর পাশের সাইডে পড়েছিলো। ইমরান ফারাস ওই এলাকার একটি মাজারের সামনে চায়ের দোকান চালাতেন।নিহত ইমরান ফারাস পশ্চিম মদনপুর গ্রামের জিন্না ফারাসের ছেলে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোন সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যেহেতু নেত্রকোনা-কেন্দুয়া সড়কের ওপর সঞ্জু মিয়ার ফিশারির পাশে পড়েছিল।মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্থ হয়ে দূরে পড়ে আছে। সকালে বা ভোরে কুয়াশায় দেখা না যাওয়ায় হয়তো কোন গাড়ি ধাক্কা দিয়ে পালিয়েছে। আমরা সবগুলো ক্ষতিয়ে দেখছি। যেহেতু প্রত্যক্ষদর্শী নেই তাই ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।