মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় বিশ্ব মেছো বিড়াল দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি: সারা দেশের ন্যায় নেত্রকোনাতেও প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব মেছো বিড়াল দিবস। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ নিয়ে কাজ করা সামাজিক সংগঠন সেভ দ্যা এনিমেল অব সুসং র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক দিয়ে উপজেলা পরিষদে গিয়ে পুনরায় ফিরে আসে। পরে “জনগণ যদি হয় সচেতন, মেছোবিড়াল হবে সংরক্ষণ ‘ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরিবেশ নিয়ে কাজ করা বারসিক, পরিবেশ অধিদফতরসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারে সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, পরিবেশ বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসংএর সভাপতি রিফাত আহমেদ রাসেল, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির তানভীর হায়াত খান, নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ জাব্বার হোসেন সহ বক্তারা বলেন, নেত্রকোনার পাহাড় এবং হাওর অঞ্চল সহ হাঁস মুরগি কিংবা মাছের খামারে ফাঁক পেতে মেছো বিড়ালের হত্যা বন্ধ করতে হবে। প্রাণীটি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান তারা। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক বনাঞ্চল তৈরি ও জলাশয় ভরাট বন্ধ না করার দাবি জানায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়