বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার চকশোভ গ্রামের সেকেন্দার আলীর ছেলে হিসাব আলী (৭০)। বুধবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে রাজশাহীর একজন চিকিৎসকের পরামর্শে সেখানকার একটি বেসরকারী ক্লিনিকে রক্ত পরীক্ষা করলে তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর হটাৎ গত বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. রেজাউল করিম।তিনি বলেন, রোগী এর আগে একবার স্ট্রোক করেছিলেন এবং তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেণ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে খুব খারাপ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। সঙ্গে-সঙ্গে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডেঙ্গু পরীক্ষা করায়। রিপোর্ট পজিটিভ এলে দূত রাজশাহীতে নেওয়ার জন্য রেফার্ড করার সময় তার মৃত্যু হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়