মান্দায় সাবেক এমপি সামসুল আলমের মৃত্যুবার্ষিকী পালিত
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় তিনবারের সংসদ সদস্য প্রয়াত আবুল হায়াত মোহাম্মদ সামসুল আলম প্রামাণিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে সামসুল আলম প্রামাণিকের বাসভবন সংলগ্ন মাঠে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।বিএনপি ও অঙ্গ-সংগঠন দেলুয়াবাড়ি আঞ্চলিক শাখা আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান প্রমুখ। শেষে প্রয়াত সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।