ভালবাসা দিবসে আসছে বিশেষ নাটক “রসওয়ালী”
সংবাদের আলো ডেস্ক: “রসওয়ালী” শিরোনামের নাটক নির্মাণ করলেন শেরপুরের ছেলে তরুন নাট্য নির্মাতা জহুরুল ইসলাম জনি। দুষ্টু- মিষ্টি, প্রেম-বিষাদের গল্প নিয়ে নাটকটি মানিকগঞ্জ জেলার ধামরাই উপজেলার মাদারপুর ও বাস্তা গ্রামের মনোমুগ্ধকর গ্রামীণ লোকেশনে চিত্রায়িত হয়েছে। পরিচালনার পাশাপাশি নাটকটির রচনা করেছেন পরিচালক জহুরুল ইসলাম জনি নিজে’ই। আসন্ন ভালবাসা দিবস কে সামনে রেখে “রসওয়ালী” নাটক শুটিং শেষে সম্পাদনার টেবিলে। সাদামাটা, নিরেট জীবনের প্রেম নিয়ে নির্মিত নাটকের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শুভ খান ও ওয়ারিশা গুণগুণ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাট্য পাড়ার পরিচিত মুখ আনোয়ার শাহী ও ইমরান হাসু।এছাড়াও পাশ্বচরিত্রে অভিনয় করেছেন স্বর্ণা মনি, সজীব, রাকিব প্রমুখ। নাটক প্রসঙ্গে নির্মাতা জহুরুল ইসলাম জনি জানান, গতানুগতিক ধারার বাহিরে আমরা একটা ভাল কিছু তৈরি করার চেষ্টা করেছি। গল্পটা ‘র’! গল্পের প্রেক্ষাপটে চিন্তা করেই চেনা জায়গার বাহিরে গিয়ে চিত্রধারণের চেষ্টা করেছি, যে গল্প দর্শক কে হাসাবে, কাঁদাবে! কতটা সফল সেটা পুরোপুরি অডিয়েন্স অপিনিয়ন। তবে যতটুকু মনে হয় আমার এই নাটকের হিরো শুভ খান ও হিরোইন গুণগুণের ডেডিকেশনের কথা মানুষ মনে রাখবে। তারা এই তীব্র শীতের রাতে প্রায় ১২/১৩ ডিগ্রী সেলসিয়াস শীতের রাতে বৃষ্টিতে ভিজে শট দিয়েছে যা বর্তমান ইন্ডাস্ট্রিতে বিরল। আশা রাখি এই ভ্যালেন্টাইনে দর্শক একটা সুপার কাজ পেতে যাচ্ছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।