বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।  উপজেলার ঢাকা- বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক বাইপাস এলাকায় রবিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, চান্দাইকোনা বহুমুখী  উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৯) ও অটো রিকশা চালক  সাহেব আলী (৬১)। নিহত ভ্যান চালক বগুড়া জেলার শেরপুর উপজেলার মনছের আলীর ছেলে এবং উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম একই জেলার একই উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর আড়াইটাকার দিকে  অটো রিকশা যোগে একটি জানাযা নামাজে যাওয়ার পথে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকার সোসাল ইসলামি ব্যাংক সংলগ্ন বাইপাসে বগুড়াগামী শাহ ফতেহ আলী বাস চাপা দিয়ে চলে গেলে অটো রিকশা চালকসহ ৪ জন গুরুতর আহত হন।স্থানীয়দের সহায়তায় আহতদের মুমুর্ষাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে রহিজুল ও সাহেব আলী মারা যান।  গুরুতর আহত মধ্যবয়সী অপর দুইজনের অবস্থা আশংকাজনক। তবে তাদের পরিচয় জানাযায়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়