ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?, প্রশ্ন পরীমণির
সংবাদের আলো ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় প্রসাধন ও অন্যান্য সামগ্রীর একটি কোম্পানির বিক্রয়কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। যেই বিক্রয়কেন্দ্র চিত্রনায়িকা পরীমণির উদ্বোধন করার কথা ছিল। তবে হেফাজতে ইসলামের হুমকির মুখে বিক্রয়কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এবার মুখ খুললেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেন, ’এতো চুপ করে থাকা যায় নাকি। পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel (অনিরাপদ বোধ) হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা।’ শনিবার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এক প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেন তিনি।তিনি আরও লিখেন, ‘মেহজাবীন, পড়শী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা। কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে।’ পরীমণি লিখেন, ‘তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা। এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।