বাঞ্ছারামপুরে চারটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ: ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার উজানচরে চারটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম। প্রতিষ্ঠান গুলোর নাম হলো হাইওয়ে বেকারি, মেসার্স নুর এন্টারপ্রাইজ, নিমকি মোড়ালি কারখানা বিমল চন্দ্র দেবনাথ ও বিপ্লব চন্দ্র শাহা চারটি প্রতিষ্ঠানকে তিন লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। হাইওয়ে বেকারি ভোক্তা অধিকার আইন ২০০৯ / ৫৩ ধারায় দেড় লক্ষ টাকা ও বিএসটিআই এর আইন ২০১৮/ ৩০ ধারা পনের হাজার টাকা, মেসার্স নুর এন্টারপ্রাই ভোক্তা অধিকার আইন ২০০৯ / ৫৩ ধারায় দেড় লক্ষ টাকা, নিমকি মোড়ালি দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/ ৫৩ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) মোঃ নজরুল ইসলাম ।এই সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের কুমিল্লা জোনের ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম শাকিল। বাঞ্ছারামপুর সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম জানান চারটি প্রতিষ্ঠানকে তিন লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব গুলো প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করে দিয়ে বলেন এরকম অভিযান অব্যাহত থাকবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।