মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাবার জানাজা থেকে শিল্পী মনির খান ও তার ছেলের মোবাইল চুরি

সংবাদের আলো ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তাঁর বাবার জানাজায় নিজের আইফোন হারিয়েছেন। বুধবার বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে তাঁর বাবা মো. মাহবুব আলী খানের (১০১) জানাজা হয়। বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার বিকেলে তিনি মারা যান। মনির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বাবার জানাজায় অনেক লোকের সমাগম হয়। জানাজা থেকে কোনো অসাধু লোক আমার ফোনটা চুরি করে নেবে, এই চিন্তা মাথায় ছিল না। একই সঙ্গে আমার ছেলের মোবাইলও চুরি হয়েছে। আমার গ্রামীণফোনের সিমটা অনেক পুরোনো। আমি এখন পর্যন্ত ফোন দুটি উদ্ধারের ব্যাপারে কোনো তৎপরতা চালাইনি। তবে কিছু জায়গায় ইনফরমেশন দিয়েছি।মনির খান আরও বলেন, ‘দেশবাসীকে বলব, আমার চুরি যাওয়া নম্বর থেকে ফোন করে কোনো অর্থ চাওয়া হলে বা কোনো অসৎ কাজে ফোন করা হলে সবাই যেন সতর্ক থাকবেন। মোবাইল ফোন উদ্ধার হলে আপনাদের জানাব।’ এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়