বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরের বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অপু

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ১নং প্যানেল চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু। ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে ইউপি ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা। বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, শফিকুল সরকার, সদস্য সচিব হাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম মজনু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফখরুল হাসান।ওইসময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য-সদস্যাগণসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসাদুজ্জামান অপু ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ার পর পরিষদের ৮জন সদস্যের ভোটে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপির নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল পলাতক থাকায় সরকারি বিধি মোতাবেক ১নং প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান অপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে প্রশাসন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়