বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাসেলের আত্মসমর্পণ, কারাগারে পাঠালেন আদালত

সংবাদের আলো ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল আত্মসমর্পণ করেছেন। সোমবার (২০ জানুয়ারি) তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চকবাজার থানার ৩টি মামলায় সকালে আত্মসমর্পণ করেন তিনি। গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা মামলায় পাঁচ বছর ৯ মাস সাজা হয়েছিল তার। এর আগে, আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন কারাভোগ করতে হয় বিএনপির এই নেতাকে। বিগত সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হন তিনি। আত্মসমর্পণের আগে বিএনপি নেতা রাসেল বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, আদালত থেকে ন্যায়বিচার পাওয়ার আশা করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়