শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাবার কিনে দেওয়া বি‌স্কুট নি‌য়ে বা‌ড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব‌্যাটা‌রিচা‌লিত ‌অটোরিকশার চাপায় আর‌শি খাতুন না‌মে তিন বছ‌রের এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।
শুক্রবার (১৭ জানুয়া‌রি)‌বি‌কেল ৪টার দি‌কে উপ‌জেলার ধাম‌শ্রেনী ইউনিয়‌নের সু‌ড়িরডারা মো‌ড়ে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় আরো ৩ অটোযা‌ত্রী আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে। প্রত‌্যক্ষদ‌র্শীরা জানান, সু‌ড়িরডারা পাড় এলাকার বা‌সিন্দা এজাবুল হক তার কন‌্যা শিশু আর‌শি খাতুন‌কে নি‌য়ে মো‌ড়ের দোকা‌নে আস‌ছি‌লেন। শিশু‌টি বি‌স্কুট নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে রা‌ণিগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি দ্রুত গ‌তির অটো‌রিকশা তাকে চাপা দেয়। এ সময় ওই অটো‌রিকশায় থাকা আরো তিন যা‌ত্রী আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক আর‌শি খাতুনকে মৃত‌ ঘোষণা ক‌রেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়