বাংলাদেশ আদিবাসী ফোরাম, তাড়াশ উপজেলা শাখার সভাপতির জন্মদিন উদযাপন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আদিবাসী ফোরাম, তাড়াশ উপজেলা শাখার সভাপতি সনজিৎ কুমার সিংহ-এর জন্মদিন আজ জোড়পুকুর আদিবাসী ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। রাত ৯টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সনজিৎ কুমার সিংহ তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই জন্মদিনের আয়োজন যারা করেছেন, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখব এবং ফোরামের প্রতিটি সদস্যের জন্মদিন এভাবেই উদযাপন করব। এ ধরনের আয়োজন আমাদের ভ্রাতৃত্ব ও ঐক্য আরও মজবুত করবে।” তিনি আরও বলেন, “আমরা সবাই একসঙ্গে দেশের শান্তি এবং সুরক্ষার জন্য কাজ করব। দেশের সকল মানুষ যেন নিরাপদে জীবন যাপন করতে পারে, এটাই আমাদের প্রধান প্রার্থনা। অনুষ্ঠানে উপস্থিত সহ সভাপতি হিতেন টপ্য তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সংগঠনের প্রতিটি সদস্যই এই ফোরামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা সবাই মিলে দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করব। সবার সহযোগিতায় আমাদের আদিবাসী সমাজের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি হিতেন টপ্য, সহ সভাপতি মিলন উরাঁ, সাধারণ সম্পাদক তরুণ বসাক, সাংগঠনিক সম্পাদক দীনেশ বসাক, সহ সাংগঠনিক সম্পাদক খোকন সিং, তথ্য ও প্রচার সম্পাদক চঞ্চল কুমার মাহাতোসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। তারা সবাই সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজীব দ্রং-এর অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়। সবার পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়। ফোরামের সদস্যরা তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেন এবং বলেন, “সজীব দ্রং আমাদের সংগঠনের অমূল্য সম্পদ। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি, যাতে তিনি আবারও আমাদের সঙ্গে কাজ করতে পারেন।” অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি নৈশভোজের আয়োজন, যেখানে আদিবাসী ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা করা হয়। নৈশভোজে উপস্থিত সদস্য ও অতিথিরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করেন, যা সকলের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাট ও আদিবাসী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ আয়োজনে সবার একটাই প্রার্থনা ছিল—দেশের সকল মানুষ যেন নিরাপদে ও শান্তিতে জীবন যাপন করতে পারে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।