এগিয়ে থেকেও ড্র ম্যানসিটির, পিছিয়ে পড়েও লিভারপুলের ড্র
সংবাদের আলো ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মূহুর্তের গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় হাতছাড়া হয়েছে ম্যানচেস্টার সিটির। ফিল ফোডেনের জোড়া গোলের পর ইওয়ান ভিসা ও ক্রিস্টিয়ান নরগার্ডের গোলে প্রতিপক্ষের মাঠে ড্র নিয়েই ফিরতে হয় পেপ গার্দিওলার শিষ্যদের। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৬৬ ও ৭৮ মিনিটে ফিল ফোডেনের করা জোড়া গোলে জয়ের পথেই ছিল সিটি। কিন্তু ম্যাচের রং বদলে যায় শেষের ১০ মিনিটে। ৮২ মিনিটে ব্রেন্টফোর্ডের ইওয়ান ভিসার গোলে ব্যবধান কমলেও জয় হাতছানি দিচ্ছিল সিটির। তবে যোগ হওয়া অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ক্রিস্টিয়ান নরগার্ডের গোলে নাটকীয় কামব্যাক করে ব্রেন্টফোর্ড। এতেই ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। ২১ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান এখন গার্দিওলার দলের।অপরদিকে, আরেক ম্যাচে পিছিয়ে থেকেও দিয়েগো জোতার গোলে ড্র করেছে লিভারপুল। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। ঘরের মাঠে ম্যাচের ৮ মিনিটেই ক্রিস উডের গোলে লিড নেয় নটিংহ্যাম ফরেস্ট। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউই। ৬৬ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল নটিংহাম। এরপর কস্তাসের সিমিকাসের কর্নারে দারুণ হেডে গোল করেন দিয়েগো জোতা। এরপর সুযোগ তৈরি হলেও জয়ের দেখা পায়নি লিভারপুল। তবে দারুণ এক কামব্যাকে ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল। এই ড্রতে ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান লিভারপুলের। অপরদিকে, ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নটিংহাম ফরেস্ট।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।