বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে নেত্রকোনায় আনন্দ মিছিল

সংবাদের আলো ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সবশেষ মামলা আলোচিত দশ টাক অস্ত্র মামলায় মঙ্গলবার মুক্তির খবরে তার নিজ জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (১৪জানুয়ারি) সন্ধ্যায় ৬ টায় নেত্রকোনা সদর উপজেলায় একটি আনন্দ মিছিল কোর্ট রেলওয়ে স্টেশন থেকে থানার মোড় হয়ে সারাশহর প্রদক্ষিণ করে জেলা বি,এন,পি পার্টি অফিসে এসে জমায়েত হয়।মিছিলটি নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন খান রনির কমপক্ষে দুই হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারী বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে বিজয়োল্লাস দেখা গেছে।মিছিলটি শহর প্রদক্ষিণকালে রাস্তার দুপাশে থাকা সাধারণ জনগন করতালি দিয়ে স্বাগত জানান। এছাড়াও আগে মদন, আটপাড়া ও খালিয়াজুরীসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিলের খরব পাওয়া গেছে।২০১৪ সালের ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটকের দুই মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১। আর অস্ত্র মামলায় ১৪ আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই বিএনপি নেতা ২০০১-২০০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়