কালীগঞ্জে আড়াইশত বছরের ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলার প্রধান আকর্ষণই হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ। জনশ্রুতি আছে পৌষ সংক্রান্তি উপলক্ষে ১৮শতকে মেলাটির প্রচলন হয়। অন্যদিকে, অনেকের মতে, ১৯১০ সাল থেকে এ মেলার অনুষ্টিত হতে শুরু করে। প্রথমে পৌষ সংক্রান্তি মেলা নামে পরিচিতি পেলেও পরে জামাই মেলা হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পরে চারদিকে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মেলায় অংশ নিতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন মাছ বিক্রেতারা। মেলায় দেখামিলে সামুদ্রিক চিতল, বাঘাইড়, বোয়াল, কালবাউশ, পাবদা, গুলশা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা ও রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পায় নানা রকমের সামুদ্রিক ও ছোট বড় দেশিয় মাছ। এলাকার জামাইদের মধ্যে চলে এক নীরব প্রতিযোগিতা, কোন জামাই সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারেন। মাছ কিনে খুশি এলাকার জামাইরা।
বগুরা থেকে আসা জামাই বিল্লাল হোসেন সংবাদের আলোকে বলেন, প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকি। মেলায় এসে বড় সাইজের মাছ কিনে শশুর বাড়ি যাই। শশুর-শাশুড়িসহ সবাই মিলে-মিশে মজা করে খাওয়া-দাওয়া করি। এবারও ১২ কেজি ওজনের কাতল মাছ কিনেছি। এ মেলা কমিটির সভাপতি জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য কিশোর আকন্দ সংবাদের আলোকে জানান, প্রতিবছর বাংলায় পৌষ মাসের শেষে পৌষ সংক্রান্তিদিন বসে এ মেলা। দিনটির জন্য উপজেলার সর্বস্তরের মানুষ সারা বছর অপেক্ষায় থাকে। জামাই মেলার মূল আকর্ষণই হলো জামাইদের বড় মাছ কেনার প্রতিযোগিতা। শুধু জামাই মাছ কিনে থাকে ব্যাপারটা এমন নয়। আসে-পাশের সকল ধর্মের মানুষ মাছ কিনে থাকে।
এছাড়া মেলাকে কেন্দ্রে করে ব্যবসায়ী এবং আমজনতা নানা পণ্যের পসরা সাজিয়ে বসে। মিষ্টি, জিলাপি, তিলা-বাতাসা, নিমকি, জাল চানাচুর, ফুচকা-চটপটিসহ বাহারী ভোজনবিলাস সামগ্রিক। এছাড়া মেলায় কিসমিটি, খেলনার দোকান চোখে পড়ারমত। নিত্য প্রয়োজনীয় পণ্য, কুটিরশিল্প, খেলনাসহ বিভিন্ন পণ্যের সমাহার ঘটে মেলায়। ছোটদের আনন্দদানের জন্য মেলায় থাকে নাগরদোলা। মেলা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মিলন মেলায় পরিণত হয় স্থানটি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।