রাউজানে চুরি করল গরু, ফেলে গেল মোবাইল
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: চুরি করল দুইটি গরু, ফেলে গেল মোবাইল।রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ায় রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।গরুর মালিক কৃষক রফিক আহমদ বলেন, খাবার খাইয়ে আমার বসত ঘরের পাশের গোয়াল ঘরে গরু দুটি রেখে শিকল দিয়ে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখতে পাই গোয়াল ঘরের শিকল ও তালা কাটা, ভেতরে প্রবেশ করে দেখি গরু দুটি নেই। একটি মোবাইল ফোন পাওয়া গেছে। আমার ধারণা রাতের কোনো এক সময় শিকল ও তালা কেটে গরু দুটি নিয়ে গেছে চোরের দল। চুরির সময় তাদের মোবাইল ফোনটি ফেলে গেছে। পরে অভিযোগ নিয়ে থানা যায়। অভিযোগটি আমলে নিয়ে পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিপদাশ রায়কে তদন্তের দায়িত্ব দেয়া হয়। পুলিশ মোবাইলের সূত্র ধরে চোর সনাক্তকরণের চেষ্টা করছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।