মান্দায় গভীর নলকূপের দখল নিয়ে সংঘর্ষে আহত ৪
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় একটি গভীর নলকূপের দখল নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি ) সকাল ১০টার দিকে উপজেলার বাদলঘাটা মোল্লাপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, সাইফুল ইসলাম (২৭), নাসির উদ্দিন (৫৫), রমজান মোল্লা (৬০) ও সীমা বিবি (২৬)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মান্দা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয় সূত্রে জানা গেছে, বাদলঘাটা মোল্লাপাড়া গ্রামে স্থাপিত গভীর নলকূপটি পরিচালনার জন্য এবছর বিদ্যুৎ হোসেন নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি নতুন অপারেটর পরিবর্তনের দাবি জানিয়ে একই গ্রামের সেলিম রেজা অভিযোগ দাখিল করেন। নতুন অপারেটর বিদ্যুৎ হোসেন বলেন, অপারেটরের দায়িত্ব পেয়ে ড্রেন কাটার কাজসহ নলকূপ চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আজ মঙ্গলবার সকালে সেলিম রেজার লোকজন সংঘবদ্ধ হয়ে গভীর নলকূপের তালা ভেঙে দখল নেওয়ার চেষ্টা করেন।এ সময় মাঠের কৃষকেরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ বিষয়ে অভিযুক্ত সেলিম রেজা বলেন, নতুন অপারেটর বিদ্যুৎ হোসেনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে তার নিয়োগপত্র বাতিলের জন্য কৃষকের পক্ষে পুনরায় আবেদন করা হয়েছে। আবেদনের সুরাহা না হতেই বিদ্যুৎ হোসেন নলকূপ চালুর উদ্যোগ নেয়। বাধা দেওয়ায় বিদ্যুৎ পক্ষের লোকজনের মারধরে আমার পক্ষের সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, রমজান মোল্লা ও সীমা বিবি আহত হন। এ প্রসঙ্গে মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমানের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় আলাউদ্দিন মোল্লা নামের একব্যক্তি থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।