বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইউপি সদস্যদের বেতন সচিব ফারুকের পকেটে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক হিসাবের যৌথ স্বাক্ষরে ইউপি সদস্যদের মাসিক বেতন না দিয়ে তিন মাসের বেতনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ওমর ফারুকের বিরুদ্ধে। এনিয়ে সংবাদকর্মীরা প্রশাসক আনোয়ার সাদাতকে গোপনীয়ভাবে সত্যতা যাচাইয়ের জন্য বলা হলেও তিনি সবার উপস্থিতিতে সত্যতা যাচাই করেন। যার কারনে অনেক ইউপি সদস্যেই সবার সামনে মুখ খুলতে সাহস পায়নি। সর্বশেষ প্রশাসক কর্মকর্তার এমন গোপনীয়তায় তিনি অতিরিক্ত তিন মাসের বেতন গায়েব করার সুযোগ আরও পেলে বলে নাম না বলা শর্তে ইউপি সদস্যরা জানান। এনিয়ে ইউপি সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এছাড়া সাত মাসের বেতন ১৭হাজার ৬শ টাকার স্থলে ১৭হাজার ও বাকি তিন মাসের বেতন অর্থ আত্মসাত, প্রত্যয়ন ও জন্ম মৃত্যু সংশোধন নিবন্ধনে বাড়তি টাকা আদায়সহ নানা অভিযোগও রয়েছে। জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে ৯জন ইউপি সদস্য ও ৩জন সদস্যার ৭মাসের বেতন পরিশোধের জন্য যৌথ স্বাক্ষরে একটি চেক ইস্যু হয়। পরিষদের ১২ জন সদস্যের বিপরীতে চার হাজার চারশত পঞ্চাশ (৪,৪০০) করে সাত মাসের বেতন অনুকূলে ত্রিশ হাজার ৮শ টাকা ইউপি সদস্যেদের স্ব স্ব হিসাবে প্রধান করার জন্য বলা হয়। ব্যাংক থেকে সাত মাসের বেতন উত্তোলন করে বেতন শীটে সাত মাসের বেতনের পরিবর্তে ৪ মাসের বেতন ১৭হাজার ৬শ টাকার স্থলে ৬শ টাকা কেটে ১৭ হাজার টাকা দেওয়া হয়। এদের মধ্যে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তা বলেন, চার মাসের বেতন পেয়েছি জানুয়ারীতে বাকি তিন মাসের বেতন সচিব দিয়ে দিবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে ১,২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যা হেনা বলেন, সাত মাসের বেতনের স্বাক্ষর দেবার পর সচিবের কাছ থেকে তিনমাসের বেতন নিয়েছি। ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলী বলেন, কে কোন সদস্য কত টাকা নিয়ে স্বাক্ষর করছে তা জানি না। আমি চার মাসের বেতন পেয়েছি। এসব বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ওমর ফারুক বলেন, যথাযথ নিয়ম পালন করে সাত মাসের বেতন পরিষদ করে বেতন শীটে স্বাক্ষর নিয়েছি। এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকতা ও দায়িত্বপ্রাপ্ত ইউপি প্রশাসক আনোয়ার সাদাত এর সাথে সরাসরি স্বাক্ষাতকালে তিনি বলেন, ঘটনাটি সত্য হতে পারে। তবে ইউপি সদস্যদের ডেকে জবানবন্দী নিয়েছি তারা বেতন না নেওয়ার বিষয়ে অস্বীকার করেনি। এসময় ইউপি সদস্যদের আগের দিনে বলা কল রেকর্ডটি শোনালে তিনি ব্যাংক স্টেটমেন্ট তুলে টাকার বিষয় নিশ্চিত হতে পারবেন বলে তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়