বাঞ্ছারামপুরে বিনামূল্যে খাতা কলম বিতরণ
বাঞ্ছারামপুর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের প্রবাসী মোঃ জালাল মিয়া নিজ উদ্যোগ শিক্ষাবর্ষ ২০২৫ উপলক্ষে গ্রামের প্রায় ২০০ ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে খাতা ও কলম বিতরণ করেন। মোঃ জালাল মিয়া বলে গ্রামের অনেক গরিব ছেলে মেয়ে আছে অর্থের অভাবে ঠিকমতো লেখাপড়া করতে পারেনা।অনেক মেধাবী ছাত্র-ছাত্রী ঝরে পড়ে। আমার গ্রামে এমন কেউ থাকলে আমাকে জানালে আমি তাদের লেখাপড়া করার জন্য যতটুকু পারি সহযোগিতা করব।তারাই আমাদের আগামীর ভবিষ্যৎ। আমার গ্রামবাসী কাছে এতটুকু চাইবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই সময় উপস্থিত ছিলেন কাশেম মিয়া, জসিম উদ্দিন প্রমুখ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।