শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গলাচিপার জসিম উদ্দিন ঝন্টু আর নেই

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: বৃহত্তর গলাচিপা থানা (গলাচিপা-দশমিনা-রাঙ্গাবালী) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গলাচিপা পৌরসভার রূপনগর এলাকার বাসিন্দা মো. তহসিন মোক্তারের ছোট ছেলে জসিম উদ্দিন ঝন্টু আর নেই। হঠাৎ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৭ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেওয়ার পথে গলাচিপা পৌর ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সর্ব মহলে নেমে আসে শোকের ছায়া। জসিম উদ্দিন ঝন্টু দীর্ঘ দিন ধরে সততা ও নিষ্ঠার সাথে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি গলাচিপা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি একজন দক্ষ ও পরিশ্রমী নেতা ছিলেন। সততা ও নৈতিক আদর্শের জন্য তিনি সকলের বিশ্বাস আস্থা ও ভালবাসা অর্জন করেছিলেন। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোকাহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় পৌরসভার জৈণপুরী পীরসাহেব খানকা মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ এবং দুপুর ১২টায় গ্রমের বাড়ি চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামের দারোগা বাড়ির ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়