সলঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় সি-লাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার বিকেলে ধোপাকান্দি ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের সামনে এ দূর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ জানান, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলে যাত্রা বিরতির জন্য হোটেলে ঢোকার সময় ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে সুমন (২৭) নামের আরোহী ঘটনাস্থলে পৌঁছালে সি-লাইন বাসের ধাক্কায় উক্ত স্থানে নিহত হয়। নিহত সুমন গাজীপুর কালিয়াকৈর এলাকার নুর ইসলামের ছেলে। এ রিপোর্ট লেখার সময় তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।